আমাদের দেশের বেশির ভাগ মানুষ নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রাপ্য সেবা ও অধিকার সম্পর্কে অবহিত নয়। তারা জানে না কী তাদের অধিকার, কোন সেবা পেতে কত পরিমাণ অর্থেরপ্ রয়োজন হয় কিংবা কোন কোন সেবা বিনামূল্যে প্রদানক রা হয়। এছাড়া সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে এটাও জানেন না প্রয়োজনীয় সেবা পেতে প্রতারণা, হয়রানি, দুর্নীীতর শিকার হলে তারা কার কাছে যাবে। কোথায় যেতে হবে এবং কিভাবে এর প্রতিকার পাওয়া যায়। আর তাই মানুষের জীবন ধারণের সাথে সম্পর্কিত বিষয় গুলোর উপরে প্রয়োজনীয় তথ্য জানা এবং প্রাপ্ত মৌলিক অধিকার গুলো আদায় করা। মানুষের প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন মন্ত্রনালয়,অধিদপ্তরের নিজএ লাকায় বসে সম্পূর্ণ করারই উনিয়ন পরিষদ মূখ্য এবং গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রয়োজনীয় সেবা প্রদান ইউ.পি জনপ্রতিনিধিগন ও ইউ.পি কর্মকর্তা,কর্মচারীগনের দায়িত্ব।
প্রতিবেদকওছবি:
মোঃকামরুজ্জামানবাবু
উদ্যোক্তা,রামপুরইউনিয়নতথ্যওসেবাকেন্দ্র
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস